নগদ একাউন্ট খোলার নিয়ম ও বন্ধ করার পদ্ধতি

এই পোস্টের মাধ্যমে নগদ একাউন্ট খোলার নিয়ম সহ নগদ একাউন্ট বন্ধ করার পদ্ধতি জানতে পারবেন।
বাংলাদেশে বর্তমানে অনেক মোবাইল ব্যাংকিং থাকলেও নগদ বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আপনি যদি নগদ একাউন্ট খোলার পদ্ধতি জানতে চান তাহলে আজকের পোস্ট শেষ পর্যন্ত পরুন। 
নগদ একাউন্ট খোলার নিয়ম ও বন্ধ করার পদ্ধতি

এই পোস্টের মাধ্যমে নগদ একাউন্ট খোলার নিয়ম সহ নগদ একাউন্ট বন্ধ করার পদ্ধতি জানতে পারবেন। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন এর নাম হচ্ছে নগদ।  নগদ একাউন্ট ব্যবহার করার সবথেকে বড় সুবিধা হচ্ছে এখানে ক্যাশ আউট চার্জ অনেক কম। 

নগদ একাউন্ট খুলতে কি কি লাগে 

প্রথমেই আপনাকে জানতে হবে নগদ একাউন্ট খুলতে কি কি লাগে। নিচের পয়েন্টগুলো ভালোভাবে পড়লে আপনি বিষয়টি সম্পর্কে অবগত হতে পারবেন:

  • ১. বাংলাদেশী অপারেটরের একটি সচল সিম কার্ড।
  • ২. নগদ অ্যাপ চালানোর মত একটি মোবাইল ফোন। 
  • ৩. অথবা একটি বাটন ফোন।
  • ৪. গ্রাহকের জাতীয় পরিচয় পত্র অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট। 
  • ৫. গ্রাহকের সিগনেচার এবং নিজেকে উপস্থিত থাকতে হবে। 

উপরের এগুলো থাকলেই আপনি নিমিশের মধ্যেই আপনার নগদ একাউন্ট রেজিস্ট্রেশন করতে সক্ষম হবেন।  

নগদ একাউন্ট খোলার নিয়ম

চাইলে দুই ভাবে একটি নগদ একাউন্ট খোলা সম্ভব। নগদ অ্যাপ এর মাধ্যমে এবং নগদ এর কোড ডায়াল করে।

কোড এর মাধ্যমে নগদ একাউন্ট খোলার পদ্ধতি

এর জন্য প্রথমে আপনার ফোনের কল দেওয়ার অপশনে যেতে হবে এবং *১৬৭# লিখে ডায়াল করতে হবে সেই সিম থেকে যে সিমে নগদ একাউন্ট রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন। নগদ একাউন্ট খোলার নিয়ম ও বন্ধ করার পদ্ধতি

এরপর একটি কঠিন চার ডিজিটের পিন নম্বর লিখে সেন্ড করবেন। হয়ে গেল আপনার নগদ একাউন্ট খোলা। এখানে এভাবে অ্যাকাউন্ট খোলার পরেই আপনি লেনদেন করতে পারবেন। 

কিন্তু অনেক সময় nid সাবমিট না করলে নগদ একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে কিংবা লেনদেন বন্ধ করা হতে পারে। এর জন্য নিচে দেখানো পদ্ধতি গুলো অনুসরণ করে নগদ অ্যাপ থেকে আপনার এনআইডি ইনফো এবং সেলফি সাবমিট করুন। 

অ্যাপ নগদ একাউন্ট খোলার নিয়ম

প্রথমেই প্লে স্টোর থেকে নগদ অ্যাপটি মোবাইল ফোনে ইন্সটল করুন। অ্যাপটি ওপেন করে যদি কোন পারমিশন চাওয়া হয় তাহলে সেই পারমিশন গুলো অবশ্যই এলাও করে দিতে হবে। 

নগদ একাউন্ট খোলার নিয়ম ও বন্ধ করার পদ্ধতি

অ্যাপটি ওপেন হলে এখান থেকে নতুন একাউন্ট খুলুন অপশনে চাপ দেওয়ার পর সম্মত আছেন এই অপশনটি সিলেক্ট করুন। 

নগদ একাউন্ট খোলার নিয়ম ও বন্ধ করার পদ্ধতি
এরপর আপনার যে নম্বরে নগদ একাউন্ট খুলে চাচ্ছেন সেই নম্বরটি দিয়ে পরবর্তী ধাপে যান এবং নম্বরটির অপারেটর সিলেক্ট করুন । 
নগদ একাউন্ট খোলার নিয়ম ও বন্ধ করার পদ্ধতি

তারপর আপনার অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করুন। যদি আপনি মুনাফা পেতে চান তাহলে রেগুলার অ্যাকাউন্ট টাইপ এবং যদি মুনাফা গ্রহণ করতে না চান তাহলে ইসলামিক একাউন্ট টাইপ সিলেক্ট করে পরবর্তী ধাপে চাপুন। 

নগদ একাউন্ট খোলার নিয়ম ও বন্ধ করার পদ্ধতি

এখানে আপনার জাতীয় পরিচয় পত্রের দুই পাশের খুব ভালোভাবে পরিষ্কার করে ছবি তুলুন এবং পরবর্তী বাটনে চাপুন। তারপর আপনার জাতীয় পরিচয় পত্রের সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন কোন ইনফরমেশন ভুল থাকলে সেটি ঠিক করে পরবর্তী ধাপে যান।

যদি জন্ম তারিখ না বসে তাহলে সেটি জাতীয় পরিচয় পত্র অনুযায়ী বসিয়ে দিতে হবে

নগদ একাউন্ট খোলার নিয়ম ও বন্ধ করার পদ্ধতি
এখানে আরো কিছু তথ্য জানতে চাওয়া হবে সেগুলো সঠিকভাবে পূরণ করবেন। তারপর যার জাতীয় পরিচয় পত্র সেই ব্যক্তির লাইভ ফটো তুলতে বল হবে। সেলফি ওঠার নির্দেশনা গুলো  নিচে দেওয়া হলো:

  • চোখে চশমা থাকলে সেটি খুলে ফেলতে হবে।
  • অ্যাপের মধ্যে একটি স্বয়ংক্রিয় ফ্রেম তৈরি হবে তার মধ্যে পুরো ফেইস রাখতে হবে। 
  • যখন সেলফি তুলবেন তখন মুখ বেশি নাড়াচাড়া করবেন না ফ্রেমের মধ্যে ভালোভাবে স্থির হয়ে থাকবেন। 
  • পর্যাপ্ত পরিমাণে চারপাশে আলো আছে এমন স্থানে গিয়ে সেলফি উঠান। 
  • অটোমেটিক ছবি ক্যাপচার করতে হলে কয়েকবার আপনার চোখের পলক ফেলুন। 

উপরের প্রতিটা নির্দেশনা মেনে একটি ফটো তুলে সেখানে সাবমিট করুন। 

নগদ একাউন্ট খোলার নিয়ম ও বন্ধ করার পদ্ধতি

ছবি তোলা হয়ে গেলে পরবর্তী ধাপে গিয়ে আপনার অন্য কোন ডকুমেন্ট থাকলে সেটি সাবমিট করতে পারেন কিংবা না থাকলে এই অপশনটি স্কিপ করতে পারেন। 

নগদ একাউন্ট খোলার নিয়ম ও বন্ধ করার পদ্ধতি
এখানে আপনি নগদের সাথে সম্মতি আছেন এটি সিলেক্ট করে একটি স্বাক্ষর প্রদান করবেন জাতীয় পরিচয় পত্র অনুযায়ী। স্বাক্ষর দিয়ে পরবর্তী ধাপে গেলে আপনার আপলোডকৃত প্রতিটা ইনফরমেশন এখানে দেখাবে। 

এখান থেকে আবার সবকিছু সাবমিট করে ভালোভাবে ভেরিফাই করে নগদের কাছে সবগুলো তথ্য জমা দিবেন। যদি সব ইনফরমেশন সঠিক থাকে তাহলে ইনস্ট্যান্ট আপনার নগদ একাউন্ট চালু হয়ে যাবে। 

কিন্তু যদি এখানে কোন কিছু ভুল থাকে তাহলে আপনার নগদ একাউন্ট চালু হবে না এবং আপনাকে এসএমএস এর মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনি নতুন একটি চার ডিজিটের পিন সেট করে নগদের সেবাগুলো গ্রহণ করা শুরু করতে পারবেন। 

নগদ একাউন্ট এর পিন সেট করার নির্দেশনা

  • সব সময় শক্তিশালী এবং কঠিন একটি চার ডিজিটের পিন সেট করুন। 
  • এই পিনটি কোনভাবেই অন্য কাউকে শেয়ার করবেন না। 
  • কখনোই এক দুই তিন চার এই ধরনের সহজ পিনকোড ব্যবহার করবেন না। 
  • পিন কোড এর শুরুতে জিরো দিবেন না। 
  • একটির বেশি জিরো রাখবেন না। 
  • যে পিন নম্বর দিবেন সেটি অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন অথবা কোথাও লিপিবদ্ধ করে রাখবেন। 
  • অ্যাকাউন্ট এর সেবা গ্রহণ করার সময় কোনভাবেই ভুল পিন নম্বর বসানো যাবে না তাহলে একাউন্টটি বন্ধ হবে।

নগদ একাউন্ট বন্ধ করার পদ্ধতি

যদি আপনার নগদ একাউন্ট ব্যবহার করার আর কোন ইচ্ছা না থাকে তাহলে চাইলেই নগদ একাউন্ট টি বন্ধ করে ফেলতে পারবেন। নগদ একাউন্ট বন্ধ করতে নিম্নলিখিত নির্দেশনা গুলো অনুসরণ করুন:

  • প্রথমেই যে কোনভাবে নগদ একাউন্ট এর ব্যালেন্স 00 করুন। 
  • অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য করার জন্য মোবাইল রিচার্জ, সেন্ড মানি, ক্যাশ আউট বা যেকোন পেমেন্ট করতে পারেন। 
  • এরপর যে সিমে অ্যাকাউন্ট আছে সেই সিম টি তারপর যে জাতীয় পরিচয় পত্র দিয়ে একাউন্ট খোলা আছে সে জাতীয় পরিচয় পত্রটি নিয়ে কাস্টমার এজেন্ট এর কাছে যান।
  • যার জাতীয় পরিচয় পত্র দিয়ে অ্যাকাউন্ট নিবন্ধন করা হয়েছিল অবশ্যই সেই ব্যক্তিকেও সাথে নিতে হবে। 
  • কাস্টমার কেয়ারে গিয়ে নগদ একাউন্ট বন্ধ করার ব্যাপারটি জানালে তারা পরবর্তী নির্দেশনা গুলো দিবে। 

তাছাড়া আপনি যদি নগদ একাউন্ট বন্ধ করা নিয়ে না বোঝেন তাহলে চাইলে নগদ কাস্টমার অফিসে কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন।  

নগদ উদ্যোক্তা একাউন্ট খোলার নিয়ম

নগদ যেহেতু অনেক ভালো সুযোগ-সুবিধা প্রদান করে এই কারণে নগদের কাস্টমার ও বর্তমানে অনেক বেশি। তাছাড়া নগদের ক্যাশ আউট চার্জ ও খুবই কম এই কারণে মানুষ নগদ থেকে খুব বেশি পরিমাণ টাকা ক্যাশ আউট করে।

যার কারণে যদি আপনি এখন  নগদ উদ্যোক্তা অ্যাকাউন্ট খুলে ব্যবসা পরিচালনা করেন তাহলে ভালো পরিমাণের লাভবান হতে পারবেন। একটি সচল উদ্যোক্তা একাউন্ট খোলার জন্য নিচের লেখাগুলো মনোযোগ সহকারে করুন।

প্রয়োজনীয় তথ্য --

  • একটি দোকান এবং দোকানের নাম। 
  • দোকানের বৈধ ট্রেড লাইসেন্স এবং নাম্বার। 
  • দোকানের মালিকের জাতীয় পরিচয় পত্র। 
  • একটি সিম কার্ড এবং মোবাইল ফোন। 
  • দোকানের মালিকের পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি। 

উপরের এই সমস্ত তথ্যগুলো আপনার কাছে থাকলে এখনই একটি এজেন্ট একাউন্ট খোলার জন্য আবেদন করতে পারবেন। 

এই তথ্যগুলো নিয়ে আপনি নিকটস্থ কাস্টমার সেবা কেন্দ্রে যোগাযোগ করলে তারা আপনাকে একটি নগদ উদ্যোক্তা একাউন্ট খুলে দিবে। আর যদি এটি না পান তাহলে নগদ এর ওয়েবসাইট থেকেও আপনারা নগদ উদ্যোক্তা একাউন্ট খোলার আবেদন করতে পারেন। 

মনে রাখবেন উদ্যোক্ত একাউন্ট খুলতে হলে কিন্তু নগদ থেকে আপনার দোকানে ভিজিট করতে আসবে এবং দেখবে আপনার দোকানের পরিস্থিতি কেমন। দোকানের সবকিছু ঠিক থাকলে এবং আপনার দেওয়া তথ্য গুলো ঠিক হলে নগদ উদ্যোক্তা অ্যাকাউন্ট খুলতে পারবেন। 

আজকের আর্টিকেল এর মাধ্যমে সাধারণ দর্শকদেরকে আমরা নগদ একাউন্ট খোলার নিয়ম এবং নগদ একাউন্ট বন্ধ করার পদ্ধতি সহ আরও অনেক বিষয়ে ইনফরমেশন দিয়েছি। 

আশা করব আজকের আর্টিকেলটি পড়ে সবাই অনেক সাহায্য পেয়েছেন এবং একটি নগদ একাউন্ট খুলতে সক্ষম হয়েছেন। এরপরেও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সেটি জানিয়ে দিবেন।

ব্লগের লেখক সম্পর্কে

আমি পড়াশুনার পাশপাশি ওয়েবসাইটে লেখালেখি করে অভ্যস্ত।

إرسال تعليق