সেরা কয়েকটি ৫০০ টাকায় বাটন মোবাইল দেখে নিন

আপনি যদি ৫০০ টাকায় বাটন মোবাইল কিনতে চান তাহলে পোস্টটি অবশ্যই সুন্দরভাবে শেষ পর্যন্ত পড়তে থাকবেন।

৫০০ টাকায় বাটন মোবাইল 2024
আসসালামু আলাইকুম আপনি যদি ৫০০ টাকায় বাটন মোবাইল কিনতে চান তাহলে পোস্টটি অবশ্যই সুন্দরভাবে শেষ পর্যন্ত পড়তে থাকবেন। বাটন মোবাইল গুলো বর্তমানে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি। তবে এর মধ্যে প্রধানত শুধুমাত্র কথা বলার জন্যই এই মোবাইলগুলো ব্যবহার করা হয় । 

 ৫০০ টাকায় বাটন মোবাইল

তো শুধুমাত্র কথা বলার জন্য বেশি টাকা দিয়ে বাটন মোবাইল না কিনে যদি আমরা ৫০০ টাকার মধ্যে বাটন মোবাইল ক্রয় করি তাহলে কিন্তু সেটা আমাদের জন্য ভালো হয়। এই কারণে আজকের পোস্টে আমরা পাঠকদের কে সুন্দরভাবে বেশ কয়েকটি ৫০০ টাকায় বাটন মোবাইল সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। 

১. symphony a10 

৫০০ টাকার বাটন মোবাইল গুলোর মধ্যে এই সিম্ফনি কোম্পানির মোবাইলটি আমার কাছে ভালো পছন্দ হয়েছে।  তবে এই মোবাইলের পিছনে আপনারা কোন ক্যামেরা পাবেন না এছাড়াও এই মোবাইল ফোনে কোন ধরনের র‍্যাম ও নেই। তবে এই মোবাইলের ডিসপ্লে হচ্ছে ১.৭৭ ইঞ্চি। আর সিম্পনি কোম্পানির এই বাটন মোবাইলটি আমাদের বাংলাদেশে লঞ্চ হয়েছিল ২০১৫ সালের অক্টোবর মাসে। 

৫০০ টাকায় বাটন মোবাইল 2024

ব্যাটারি অপশনে আপনারা ৮০০ মিলি এম্পিয়ার এর লিথিয়াম আয়ন ব্যাটারি পেয়ে যাবেন যেটা দিয়ে এই ছোট মোবাইলটিকে কয়েকদিন খুব ভালোভাবে চালানো সম্ভব হবে। যদি শুধুমাত্র কথা বলেন তাহলে এক সপ্তাহের বেশি ব্যাকআপ পাবেন এই ব্যাটারির মাধ্যমে। এছাড়াও এই মোবাইলে দুইটি সিম কার্ডের পাশাপাশি অন্য আলাদা একটি মেমোরি কার্ড ও ব্যবহার করার সুযোগ থাকবে। 

মোবাইল ফোনটির ক্যামেরা না থাকলেও এখানে আপনারা মেমোরি কার্ড তোলার মাধ্যমে ভিডিও এবং অডিও চালাতে পারবেন।  আর এই অডিও গুলোকে শোনার জন্য এতে চমৎকার স্পিকার ব্যবহার করার পাশাপাশি একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক ও দিয়ে দেওয়া হয়েছে। আশা করি এই মোবাইল ফোনটি পাঠকদের খুব ভালো লেগেছে। 

২. symphony b26 

symphony কোম্পানির ঐ আরেকটি মোবাইল ফোন আমরা এখন দেখব। এই মোবাইলটির ও সাইজ ছোট এবং দেখতেও বেশ চমৎকার হয়েছে। তবে এই মোবাইলটির পিছনে কিন্তু আপনারা জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের একটি সুন্দর ক্যামেরা পেয়ে যাবেন। তবে এই ক্যামেরাটি খুব একটা কাজের নয় কারণ এতে খুব ভালো ছবি কিংবা ভিডিও করা সম্ভব নয়। 

৫০০ টাকায় বাটন মোবাইল 2024

এখানে র‍্যাম না থাকলেও আপনারা ৮০০ মিলিয়্যাম্পিয়ার আওয়ার এর লিথিয়াম আয়ন ব্যাটারি পেয়ে যাবেন মোবাইলের মধ্যেই। যদি কেউ মোবাইলটি শুধুমাত্র কথা বলার জন্য ক্রয় করে থাকে তাহলে সে খুব ভালো পরিমাণ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে এটির কাছ থেকে। সাউন্ড সেকশনে এখানে রিংটোন এবং ভাইব্রেশন দুইটা মোডই পেয়ে যাবেন যেটা খুবই দরকারি একটি সিস্টেম। 

কানেক্টিভিটি অপশন এ আপনারা ব্লুটুথ এফএম রেডিও এবং ইউএসবি কানেকশন সহ যাবতীয় গুরুত্বপূর্ণ কানেক্টিভিটি গুলো পাবেন এই ফোনের মধ্যেই। ৫০০ টাকার এই বাটন মোবাইলের ব্যাটারির টকটাইম হচ্ছে আট ঘন্টা। এছাড়াও ব্যাটারিটির স্ট্যান্ড বাই টাইম হচ্ছে দুইশ ঘন্টা। 

মোট চারটি কালারে মোবাইল পেয়ে যাবেন তার মধ্যে একটি পুরো কালো একটি হচ্ছে লাল এবং আর একটি নীল। মোবাইলটি ছোট হওয়ার পাশাপাশি দেখতে বেশ চমৎকার এই কারণে যে কেউ চাইলে এটি ব্যবহার করতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে এখানে ১.৭৭ ইঞ্চি এর একটি কিউভিজিএ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটাতে আপনারা যাবতীয় কাজগুলো করতে পারবেন। 

৩. itel it2080

আমাদের আজকের ৫০০ টাকায় বাটন মোবাইল গুলোর লিস্ট এর তিন নম্বরে আইটেল কোম্পানির চমৎকার একটি বাটন মোবাইল রেখেছি। এই মোবাইলটি বর্তমানে এখনো বাংলাদেশে পাওয়া যাবে যে কোন ধরনের মোবাইল সপে। এখানে আপনারা র‍্যাম অপশনে চার এমবি এর রেম পেয়ে যাবেন এবং পিছনে চমৎকার একটি ক্যামেরাও পেয়ে যাবেন। 

এই মোবাইলটি কে ভালোভাবে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য কোম্পানি থেকে এটির মধ্যে ১০০০ মিলিম্পিয়ার আওয়ার এর বিশাল একটি লিথিয়াম পলিমার ব্যাটারি দিয়ে দেওয়া হয়েছে। আর এই ব্যাটারিটি যেহেতু মোবাইল এর সাথে একবারে এডজাস্ট নয় এই কারণে চাইলে যে কোন সময় আপনারা ব্যাটারিটিকে মোবাইল থেকে আলাদা করে ফেলতে পারবেন। 

মোবাইলটির মাধ্যমে একে অপরের সাথে মেসেজ আদান প্রদান করা এবং কথা বলা সহ যাবতীয় ফিচারগুলো উপভোগ করতে পারবেন। এখানে আপনারা ব্লুটুথ পেয়ে যাবেন যেটার মাধ্যমে তথ্য আদান প্রদান করা সম্ভব হবে এবং এফ এম রেডিও সিস্টেমটিও খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তাছাড়া যেহেতু এখানে ইউএসবি পোর্ট রয়েছে এই কারণে এই পোর্ট এর মাধ্যমেও ডাটা ট্রান্সফার করা সম্ভব হবে। 

মোবাইলটিতে চমৎকার লাউড স্পিকার দেওয়ার পাশাপাশি ভাইব্রেশন ফিচারটিও ইনক্লুড করা হয়েছে যেটা ব্যবহারকারীকে এই মোবাইল ব্যবহারের অভিজ্ঞতাকে আরো উন্নত করে তুলবে। যেহেতু এটাতে ডুয়েল সিম কার্ড সাপোর্ট রয়েছে এই কারণে একসাথে চাইলে দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন তাছাড়া চমৎকার মেমোরি কার্ড ও ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ 16 জিবি সাইজ পর্যন্ত। 

৪. ওয়ালটন Olvio L25

ওয়ালটন কোম্পানির মোবাইল গুলো কিন্তু বেশ চমৎকার হয়ে থাকে এবং দামেও অনেক সহনীয় হয়ে থাকে। তো এই ৫০০ টাকায় বাটন মোবাইলটি বাংলাদেশের প্রথম রিলিজ হয়েছিল ২০১৮ সালের জুলাই মাসে। এই মোবাইলের সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে এখানে আপনারা ১৮০০ মিলি এম্পিয়ার আওয়ার এর ব্যাটারি পাবেন যেটা দিয়ে অনেক বেশি ব্যাকআপ পাওয়া সম্ভব হবে মোবাইল ফোনটি থেকে। 

৫০০ টাকায় বাটন মোবাইল 2024

আর ব্যাটারিটি যে টেকনোলজি দিয়ে বানানো হয়েছে সেটি হচ্ছে লিথিয়াম আয়ন টেকনোলজি। এখানে ডিসপ্লে সেকশনে ১.৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি সুন্দর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটাতে আপনারা এই মোবাইলে সংঘটিত হওয়া যাবতীয় কার্যক্রম গুলো লাইভ দেখতে পারবেন। আর এই ডিসপ্লে টি কিউভিজিএ টেকনোলজি হওয়াতে এর রেজুলেশন হচ্ছে ১২৮ × ১৬০ পিক্সেল। 

যদি আপনারা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে মোবাইলটি নিতে পারেন কারণ এটাতে সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত সুন্দরভাবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা সম্ভব হবে। তাছাড়া যেহেতু এখানে ডুয়েল সিম কার্ড সিস্টেম রয়েছে এই কারণে আপনারা চাইলে আপনাদের দুইটি সিম কার্ড একসাথে এটিতে তুলে কথা বলতে পারবেন এবং সাথে মেসেজ ও আদান প্রদান করতে পারবেন। 

এখানে মেইন ক্যামেরাতে যেহেতু একটি ভিজিএ ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই কারণে এই ক্যামেরা দিয়ে মোটামুটি ছবি তোলা এবং সাথে ভিডিও করা যাবে। আপনারা সাউন্ড সেকশনে লাউড স্পিকার পাওয়ার পাশাপাশি হেডফোন ঢুকানোর জন্যও আলাদা একটি জ্যাক পেয়ে যাবেন যেটা বেশ চমৎকার একটি সিস্টেম। 

৫. Walton Olvio L3 

ওয়ালটন কোম্পানির এল সিরিজের যে সমস্ত মোবাইল ফোন রয়েছে এগুলা আসলেই অনেক চমৎকার । কারণ এগুলো দেখতেও অনেক সুন্দর হয় এবং দামেও খুবই কম হয়ে থাকে। এই কারণে যদি ৫০০ টাকায় বাটন মোবাইল কিনতে চান তাহলে অবশ্যই চাইলে ওয়ালটন কোম্পানির এই এল সিরিজের মোবাইল গুলো আপনি দেখতে পারেন। 

তো এই মোবাইলের ইউএসবি অপশনে আপনারা মাইক্রো 2.0 ইউএসবি পেয়ে যাবেন এটার মাধ্যমে খুব সহজে মোবাইলটিকে চার্জ করা সম্ভব হবে এবং পাশাপাশি ডেস্কটপ এর সাথে কানেক্ট করে ফাইল ও আদান প্রদান করা যাবে। পিছনে একটি ডিজিটাল ক্যামেরা থাকার পাশাপাশি যেহেতু একটি এলইডি ফ্ল্যাশলাইট ও আছে এই কারণে আপনার মোবাইলটিকে রাত্রে ফ্লাশ লাইট হিসেবেও ব্যবহার করতে পারবেন। 

আর মোবাইলটিতে থাকা এই সিঙ্গেল ডিজিটাল ক্যামেরাটি দিয়ে সুন্দরভাবে ভিডিও রেকর্ড করা সম্ভব হয়। মোবাইলটিতে কি কি কাজ করা হচ্ছে এটি লাইভ দেখার জন্য এখানে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সেই ডিসপ্লেটির দৈর্ঘ্য হচ্ছে 1.77 ইঞ্চি। আর চমৎকার সুন্দর ছোট ডিসপ্লে এর রেজুলেশন হচ্ছে 240 × ৩২০ পিক্সেল। বাংলাদেশে এই মোবাইলটি প্রথম পাওয়া গিয়েছিল ফেব্রুয়ারি মাসের ২০২০ সালে আর এখন পর্যন্ত এই মোবাইলটি বিভিন্ন মোবাইলের দোকানে পাওয়া যাচ্ছে। 

এই মোবাইলে ৮০০ মিলি এম্পিয়ার আওয়ার এর একটি লিথিয়াম আইন ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে মোটামুটি লেভেলের ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব হবে। আর চাইলে কিন্তু এখানে একসাথে দুইটি সিম কার্ড এ কথা বলার পাশাপাশি একটি মেমোরি কার্ড দিয়ে ভিডিও এবং অডিও দেখতে পারবেন। এটির নেটওয়ার্ক অপশনে 2জি ব্যান্ড এর ১৮০০ মেগাহার্জ নেটওয়ার্ক দেওয়া হয়েছে যেটা মূলত জিএসএম টেকনোলজির ওপর নির্মিত। 

৬. symphony b65 

কম দামের বাটন মোবাইল গুলোর ক্ষেত্রে সিম্ফনি কোম্পানির B সিরিজের মোবাইল গুলো কিন্তু খুবই ভালো একটি চয়েজ। আর এই symphony b65 মোবাইলটি বাংলাদেশের সর্বপ্রথম লঞ্চ হয়েছিল ২০১৯ সালের জুলাই মাসে। এখানে যে ডিসপ্লে দেওয়া হয়েছে এটির সাইজ একটু ছোট কারণ মোবাইলের দাম কম। আর এই সাইজটি হচ্ছে ১.৭৭ ইঞ্চি। তবে ডিসপ্লে টি যাতে ব্যবহারকারী খুব ভালোভাবে উপভোগ করতে পারে এই কারণে এই ডিসপ্লে তে ১২৮ × ১৬০ পিক্সেল দেওয়া হয়েছে। এছাড়া এখানে কিন্তু আপনারা ২৪ এমবি এর র‍্যাম পাবেন সাথে ০.০৮ মেগাপিক্সেল এর একটি প্রাইমারি ক্যামেরা সেন্সর ও পেয়ে যাবেন । আর প্রাইমারি ক্যামরাটি দিয়ে সুন্দর করে ভিডিও রেকর্ড করা যাবে পাশাপাশি ফটো ও তোলা যাবে। 
৫০০ টাকায় বাটন মোবাইল 2024

এখানে নেটওয়ার্ক অপশনে আপনারা জিপিআরএস ইনেবল পেয়ে যাবেন আর সাথে এটি টেকনোলজি হচ্ছে জিএসএম টেকনোলজি।  এখানে ডুয়েল সিম কার্ড ব্যবহার করা গেলেও একটি রেগুলার সিম কার্ড এবং আরেকটি মাইক্রো সিম কার্ড ব্যবহার করতে হবে । অর্থাৎ সিম কার্ডের ছোট অংশটি ব্যবহার করতে পারবেন একটি সিম কার্ড স্লোটে। 

সর্বোচ্চ ৩২ জিবি মাইক্রো এসডি কার্ড তুলতে পারবেন এই মোবাইল ফোনের মাধ্যমে এবং সেই মাইক্রো এসডি কার্ড এ যে সমস্ত ভিডিও এবং অডিও ফাইল থাকবে সেগুলো খুব সহজেই চালাতে পারবেন। এখানে যে 0.08 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ক্যামেরাটি দিয়ে ভিডিও তো করা যাবেই সাথে এইট এক্স পর্যন্ত জুম করার সিস্টেমও রয়েছে। 

মাইক্রো ইউএসবি 2.0 টেকনোলজি পাবেন এটার মাধ্যমে ইউএসবি এর সমস্ত কাজগুলো সম্পাদন করতে পারবেন। এছাড়াও এখানে আপনারা ১০০০ মিলি এম্পিয়ার ক্যাপাসিটির চমৎকার একটি ব্যাটারি পেয়ে যাবেন যেটা মূলত লিথিয়াম আয়ন টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছে। আর এই লিথিয়াম আইন ব্যাটারিটি হচ্ছে রিমুভ এবল এই কারণে যেকোনো সময় মোবাইল থেকে এটিকে আলাদা করা সম্ভব হবে। 

কোম্পানি থেকে এই ব্যাটারির টকটাইম বলা হচ্ছে নয় ঘন্টা তবে এটা নির্ভর করছে আপনার নেটওয়ার্ক সেটিং এর ওপর এবং আপনার মোবাইলে নেটওয়ার্ক কেমন পাচ্ছে সেটির উপরেও। আর এখানে stand by টাইম বলা হচ্ছে ২২০ ঘন্টা এটিও আপনার মোবাইলের বিভিন্ন সেটিংস এর ওপর নির্ভর করবে। symphony কোম্পানির এই মোবাইল গুলো মূলত চায়নাতে বানানো হয়ে থাকে আর এই মোবাইলটি শুধুমাত্র ব্ল্যাক কালারের বাজারে এভেলেবল রয়েছে। 

৭. symphony b60 

symphony কোম্পানির কম দামের আরেকটি ফিচার ফোন এটি। এখানে অপারেটিং সিস্টেম এ ফিচার ফোন এর অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। এ মোবাইলে সুন্দরভাবে ১০০০ মিলি এম্পিয়ার এর লিথিয়াম আইন ব্যাটারি পাবেন আর এই ব্যাটারিটি হচ্ছে মোবাইল থেকে খোলা যাবে এমন সিস্টেমে লাগানো রয়েছে। 

কোম্পানি থেকে দাবি করা হচ্ছে এখানে যে ব্যাটারি দেওয়া হয়েছে এই ব্যাটারিটির স্টান্ড বাই সময় হচ্ছে ২৫০ ঘন্টা। তবে এটাও বলা হচ্ছে যে এই স্টেন্ড বাই সময়টা আপনার মোবাইলের বিভিন্ন সেটিংস এবং নেটওয়ার্কের বিভিন্ন সেটিংস এর উপর নির্ভরশীল। এর পাশাপাশি টকটাইম এর সময় দেওয়া হয়েছে ৯ ঘন্টা। আর কোম্পানি থেকে এটিও বলা হয়েছে যে টকটাইম এর সময়টি ও নেটওয়ার্ক ও মোবাইলের অনেক ধরনের সেটিংস এর ওপর নির্ভরশীল রয়েছে। 

এখানে আপনারা ইন্টারনেট কানেক্টটিভিটি ব্যবহার করার সুযোগ পাবেন আর এই মোবাইলে যে ব্রাউজার ব্যবহার করা হয়েছে এই ব্রাউজার HTML5 ব্রাউজার। এছাড়াও চমৎকার জাভা অপারেটিং সিস্টেমের যাবতীয় অ্যাপস গুলো এই মোবাইলে খুব সহজে ব্যবহার করতে পারবেন মোবাইলটির ব্যবহারকারীরা। এখানে আপনারা রিংটোন সেকশনে ভাইব্রেশন এবং আপনার মোবাইল থেকে নিয়ে আসা বিভিন্ন রিংটোন সেট করে রাখতে পারবেন। 

যেহেতু এটাতে একটি সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে এই কারণে এই ক্যামেরায় ভিডিও করা যাবে এবং সর্বোচ্চ 4 এক্স পর্যন্ত জুম করার সুযোগ সুবিধা রয়েছে। দুইটি সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি একটি বাটন মোবাইল চালানোর জন্য যে সমস্ত টেকনোলজি দরকার হয় তার যাবতীয় টেকনোলজি গুলো এই মোবাইলের মধ্যে কোম্পানি থেকে বাই ডিফল্টভাবে ইনক্লুড করে দেওয়া হয়েছে। এই কারণে মোবাইলটি ক্রয় করলে আপনারা খুব সুন্দর এক্সপেরিয়েন্স পাবেন ইনশাল্লাহ। 

পরিশেষে:  ৫০০ টাকায় বাটন মোবাইল

আজকের এই মূল্যবান আর্টিকেল এর মাধ্যমে পাঠকদের সাথে আমরা মোট সাতটি ৫০০ টাকায় বাটন মোবাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। এখানে মূলত আমরা ওয়ালটন কোম্পানি এবং সিম্ফনি কোম্পানির মোবাইল গুলো নিয়ে বেশি আলোচনা করেছি । এর প্রধান কারণ হচ্ছে এই দুই কোম্পানি থেকে যে সমস্ত বাটন মোবাইল বানানো হয় এগুলো অন্য কোম্পানি থেকে তুলনামূলকভাবে বেশ ভালো হয়ে থাকে। 

তবে আপনি মোবাইল ক্রয় করার আগে অবশ্যই যে মোবাইল ক্রয় করবেন সেই মোবাইল সম্পর্কে ভালোভাবে ইন্টারনেটে সার্চ করবেন এবং মোবাইল শপে গিয়েও মোবাইলটি আগে চালিয়ে দেখবেন । তারপর যদি পছন্দ হয় তাহলে মোবাইল কিনবেন। এর এই ৫০০ টাকায় বাটন মোবাইল গুলো সম্পর্কে আপনার আর কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। 

ব্লগের লেখক সম্পর্কে

আমি পড়াশুনার পাশপাশি ওয়েবসাইটে লেখালেখি করে অভ্যস্ত।

تعليق واحد

  1. আমি আপনার এই পোস্টে দেয়া ফোন গুলো কিনতে চাই